বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের প্রভাবে গত কয়েকদিন ধরে পিরোজপুর জেলাজুড়ে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও হালকা, কখনও আবার ভারী বর্ষণে শহরের বিভিন্ন এলাকা ও গ্রামের নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। এতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে এবং জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। পিরোজপুর শহরের টাউন ক্লাব রোড, সোনালী ব্যাংক রোড, সি আই পাড়া, বলাকা ক্লাব রোড, শিক্ষা অফিস রোডসহ বেশ কিছু এলাকার রাস্তাঘাট বৃষ্টির পানিতে জন দুর্ভোগে পরিণত হয়েছে। রাস্তাঘাটের এমন বেহাল অবস্থায় সাধারণ মানুষ পরেছে চরম ভোগান্তিতে। বেশ কয়েক বছর ধরেই পিরোজপুর পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা এবং রাস্তাঘাটের বেহাল দশা। অল্প বৃষ্টিতেই ড্রেনগুলো ভরে ওঠে রাস্তাঘাট প্লাবিত হয়। পৌরসভা কর্তৃপক্ষ বেশ কয়েকবার সংস্কারের আশ্বাস দিলেও মাসের পর মাস কেটে গেলেও নাই দৃশ্যমান কোন পরিবর্তন। দিনে দিনে এই শহরের মানুষের ভোগান্তি যেন...