বঙ্গোপসাগরে মা ইলিশ সংরক্ষণে বাংলাদেশের জলসীমায় ২২ দিনের নিষেধাজ্ঞা চললেও পার্শ্ববর্তী দেশ ভারতের জলসীমায় নেই এমন কোনো বিধিনিষেধ। ফলে রাঙ্গাবালীসহ বাংলাদেশের উপকূলীয় এলাকার জেলেরা যখন মাছ ধরা বন্ধ রেখে মানবেতর জীবনযাপন করছেন, তখন সমুদ্রে নির্বিঘ্নে মাছ ধরছেন ভারতীয় জেলেরা। বাংলাদেশি জেলেরা বলছেন, “আমরা নিষেধাজ্ঞা মানছি, সমুদ্রে যাচ্ছি না। অথচ আমাদের চোখের সামনে ভারতীয় ট্রলারগুলো মাছ ধরে নিয়ে যাচ্ছে। এতে আমাদের শুধু ক্ষতি হচ্ছে না, ক্ষোভও বাড়ছে।” উপকূলের অনেক জেলে জানান, মাছ ধরা বন্ধ থাকায় আয়-রোজগার নেই। অনেকেই পরিবার নিয়ে না খেয়ে দিন পার করছেন। সরকারি খাদ্য সহায়তাও এখনো অনেক এলাকায় পৌঁছেনি বলে অভিযোগ তাদের। ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সমুদ্রে চলছে ২২ দিনের ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান’। ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত ও ক্রয়-বিক্রয়...