ইসলামী ব্যাংকের সাবেক চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে দুর্নীতি ও জালিয়াতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সংস্থাটির দুই কর্মকর্তাকে অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। তবে বৃহস্পতিবার (৯ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে কথা বলতে রাজি হননি দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদকের নথিতে বলা হয়, রূপালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ওবায়েদ উল্লাহ আল মাসুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও জালিয়াতির মাধ্যমে ব্যাংক তথা আমানতকারীদের অর্থ তছরুপ এবং তার নিজ ও পরিবারের সদস্যদের নামে পরিচালিত ব্যাংক হিসাবে সন্দেহজনক লেনদেনের অভিযোগ রয়েছে। আরও পড়ুনপদত্যাগ করলেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহর ব্যাংক হিসাব তলবঅগ্রণী ব্যাংকের সাবেক এমডিসহ ১১ জনের নামে দুদকের মামলা দুদক সূত্র জানায়,...