গাজীপুরের কালিয়াকৈরে এক ইউপি সদস্যের একটি অবৈধ করাত কলে (স’মিল) উচ্ছেদ অভিযান চালিয়েছে বন বিভাগ। এ সময় করাত কলের বিভিন্ন যন্ত্রাংস ও কাঠ জব্দ করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার রশিদপুর এলাকায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এলাকাবাসী ও বনবিভাগ সূত্রে জানা গেছে, গত ৫ আগস্টের পর কালিয়াকৈর উপজেলার বিভিন্ন এলাকায় বনের জমি জবর-দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ ও সরকারি শালবন ও প্লটের বাগান ধ্বংসের মহোৎসব চলে। দিনে-রাতে এসব সরকারি গাছ কেটে বনের ভেতর বসানো করাত কলে চিড়াই করা হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার চন্দ্রা রেঞ্জের বোয়ালী বিট অফিসের আওতায় রশিদপুর এলাকায় অভিযান চালায় বনবিভাগ। চন্দ্রা রেঞ্জ কর্মকর্তা মনিরুল ইসলামের নেতৃত্বে ও বোয়ালী বিট কর্মকর্তা ইউনুছ আলীর সহযোগিতায় এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন কাচিঘাটা...