জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি প্রথম কোয়ালিফায়ারে লড়াইয়ের পূঁজি ছিল চট্টগ্রাম বিভাগের। বল হাতেও দারুণ শুরু পেয়েছিল। ৩০ রানে খুলনা বিভাগের ৬ উইকেট তুলে নেয় তারা। তবে অভিষেক দাস অরণ্য ও নাহিদুল ইসলামের ২৪ বলে ৪৮ রানের ঝড়ো জুটিতে ফাইনালের টিকিট কেটেছে খুলনা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাটে নামে চট্টগ্রাম। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৪৮ রান তোলে দলটি। তবে দ্বিতীয় ইনিংস শুরুর আগেই বাগড়া দেয় বৃষ্টি। পরে খেলা গড়ালে বৃষ্টি আইনে খুলনাকে লক্ষ্য বেধে দেয়া হয় ৭ ওভারে ৭৮ রান। ৩ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় খুলনা। ৭৮ রানের লক্ষ্যে নেমে শুরুতে চাপে পড়ে খুলনা। ৫.১ ওভার ১ বলে ৩০ রানে ৬ উইকেট হারায় দলটি। এরপরই নাহিদুলকে নিয়ে ঝড় তোলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য অভিষেক। ৩...