বৃহস্পতিবার বিকেলে উপজেলার মালিবাগের জাঙ্গাল এলাকায় এ দুর্ঘটনা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করেছে। কাচঁপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বলেন, ‘সোনারগাঁও থেকে ছেড়ে আসা দোয়েল পরিবহনের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পানিতে পড়ে যায়। এতে কয়েকজন আহত হয়েছে। তবে এখনো...