৯ মিনিটের আগে বাংলাদেশ বলতে গেলে হংকংয়ের বক্সের দিকে যেতেই পারেনি। এর মধ্যে হংকং একবার শট নিয়েছে, যা বাংলাদেশের গোলপোস্টের আড়াআড়ি চলে গেছে। তখন পর্যন্ত ম্যাচের আগের ধারণাই সত্যি মনে হচ্ছিল, বেশ কয়েকজন ‘ন্যাচারাইলজড’ খেলোয়াড়কে নিয়ে গঠিত হংকং আক্রমণ বেশি করবে, বাংলাদেশের সময় কাটবে রক্ষণে। কিন্তু এশিয়ান কাপ বাছাইপর্বে আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে এই প্রতিবেদন লেখার সময়ে বাংলাদেশই পুরো অর্ধে বাংলাদেশের নিয়ন্ত্রণই বেশি ছিল। ১৩ মিনিটে ফ্রি কিক থেকে হামজার দারুণ গোলে এগিয়ে যাওয়ার পর দারুণই খেলছিল। কিন্তু বিরতির আগে যোগ করা সময়ে, একেবারে শেষ মুহূর্তে রক্ষণে নিজেদের ভুলেই গোল খেয়ে ১-১ সমতায় বিরতিতে যেতে বাধ্য হলো বাংলাদেশ। শেষ মুহূর্তে গোলটা বাংলাদেশ খেয়েছে পুরোনো রোগেই। কর্নার পেয়েছিল হংকং, বল বক্সের মধ্যেই ঘুরছিল। কিন্তু ডিফেন্ড করতে নামা ফয়সাল আহমেদ ফাহিম হেডে...