নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় জমি নিয়ে বিরোধে মায়ের মরদেহ আটকে রেখে হাতাহাতিতে জড়িয়েছেন দুই ভাই। বৃহস্পতিবার উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর গ্রামের এনু মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম। মৃত নারীর নাম আমেনা বেগম (৬৫)। তিনি ওই গ্রামের প্রয়াত মাওলানা সেলামত উল্ল্যাহর স্ত্রী। বুধবার বিকালে তিনি জেলার বেগমগঞ্জ উপজেলায় মেয়ের স্বামীর বাড়িতে মারা যান। স্থানীয়রা জানান, আমেনা বেগমের মৃত্যুর আগে তার নামে থাকা জায়গা ছোট ছেলে সাইফুল্লাহ নিজের নামে লিখে নেন অভিযোগ বড় ছেলে নজিব উল্ল্যাহর। সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, বুধবার আমেনা বেগমের মরদেহ দাফনের জন্য শাহজাদপুর গ্রামে তার স্বামীর বাড়িতে নেওয়া হয়। এ সময় মায়ের জমি রেজিস্ট্রি করা নিয়ে নজিব উল্ল্যাহের সঙ্গে সাইফুল্লার মধ্যে কথা কাটাকাটি...