নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে দলের নিবন্ধনের জন্য শাপলা প্রতীক চেয়েই অনড় অবস্থান তুলে ধরেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। সেইসঙ্গে এনসিপিকে শাপলা প্রতীক কেন দেওয়া হবে না, বৃহস্পতিবারের বৈঠকে সেই ব্যাখ্যাও তারা চেয়েছেন কমিশনের কাছে। এদিন বিকাল ৪টা থেকে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিন ও ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে আড়াই ঘণ্টা বৈঠক করেন এনসিপি নেতারা। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি বলেন, শাপলা মার্কা ছাড়া এনসিপি কোনো প্রতীক নেবে না, সিইসিকে সেটা সাফ জানিয়ে এসেছেন। আর শাপলা না দেওয়ার ব্যাপারে ব্যাখ্যা কী, সেই প্রশ্নও তারা তুলেছেন; তবে সিইসি ‘কোনো ব্যাখ্যা দিতে পারেননি’। নাসীরুদ্দীন বলেন, “দুই ঘণ্টা আমরা উনাদেরকে (সিইসি ও সচিব) প্রশ্ন করেছিলাম যে প্রতীক প্রশ্নে যদি না দিতে চান, সেটাতে...