বিশ্বের বড় বড় কয়েকটি বিমানবন্দরে সাইবার হামলার পরিপ্রেক্ষিতে দেশে বিমানবন্দর পরিচালনায় যুক্ত কর্মকর্তাদের সতর্ক থাকতে বলেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। অনলাইনে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, অপরিচিত লিংকে ক্লিক না করাসহ কর্মকর্তাদের ১০ দফা নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থাটি। বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রণের পাশাপাশি দেশের বিমানবন্দরগুলো পরিচালনা করে বেবিচক। গত সেপ্টেম্বরে সাইবার হামলায় লন্ডনের হিথ্রো, ব্রাসেলসসহ ইউরোপীয় বিমানবন্দরগুলো বিড়ম্বনায় পড়ে। কয়েকটি বিমান সংস্থার জন্য চেক-ইন ও বোর্ডিং স্টিস্টেম সরবরাহকারী কোম্পানি কলিন্স অ্যারোস্পেসে সাইবার হামলা হওয়ায় এ সমস্যা দেখা দেয়। এর পরিপ্রেক্ষিতে নিজেদের কর্মকর্তাদের সতর্ক করে গত ১ অক্টোবর একটি চিঠি দেয় বেবিচক। সংস্থাটির সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, "সম্প্রতি বিশ্বের বেশ কিছু বিমানবন্দরে সাইবার হামলা পরিলক্ষিত হচ্ছে। বাংলাদেশে নিরবিচ্ছিন্ন বিমান পরিবহন...