আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদীর লুনা ছাড়া আর কাউকে বিএনপির প্রার্থী মানতে নারাজ স্থানীয় বিএনপি। তাই তাহসিনা রুশদীর লুনাকে এ আসনে বিএনপির মনোনীত প্রার্থিতার দাবিতে পৌর শহরে লিফলেট বিতরণ, মিছিল ও সমাবেশ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে বিশ্বনাথ উপজেলা ও পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যৌথভাবে এ মিছিল ও সমাবেশ করেছেন। যৌথ সমাবেশে তারা ইলিয়াসপত্নী লুনা ছাড়া আর কাউকে এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে মানবেন না বলে ঘোষণা দিয়েছেন। দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলের এক যৌথ সভায় এ ঘোষণা দেওয়া হয়। সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার লিফলেট...