চীন উন্নত প্রযুক্তি তৈরির জন্য অত্যাবশ্যকীয় দুর্লভ খনিজ ও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানের রপ্তানিতে নতুন করে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে। এই পদক্ষেপটি এমন সময় এসেছে যখন দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য আলোচনায় রয়েছে। বিশ্বের প্রায় ৯০ শতাংশ দুর্লভ খনিজ প্রক্রিয়াজাত করে চীন, যা সোলার প্যানেল থেকে শুরু করে স্মার্টফোন—সব ক্ষেত্রেই ব্যবহৃত হয়। বিশ্লেষকদের মতে, এ সিদ্ধান্তটি আসন্ন চীন-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের আগে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটি কৌশলগত চাপ সৃষ্টির পদক্ষেপ। চীন এরই মধ্যে এসব খনিজ প্রক্রিয়াকরণ প্রযুক্তি ও বিদেশে অননুমোদিত সহযোগিতা নিষিদ্ধ করেছিল। তবে বৃহস্পতিবারের (৯ অক্টোবর) ঘোষণার মাধ্যমে সেই নিয়মগুলোকে আনুষ্ঠানিকভাবে আইনি কাঠামোয় অন্তর্ভুক্ত করা হয়েছে। বিদেশি কোম্পানিগুলোকে এখন থেকে এমনকি অল্প পরিমাণ দুর্লভ খনিজ পণ্য রপ্তানির জন্যও চীনা সরকারের অনুমতি নিতে হবে এবং পণ্যের ব্যবহারের উদ্দেশ্য স্পষ্টভাবে জানাতে হবে। চীনের...