নব্বইয়ের দশকে মডেলিং ও অভিনয়ে নামডাক করা বর্ণাঢ্য অভিনেত্রী বরখা মাদান। একসময় তিনি এমন জনপ্রিয় ছিলেন যে ঐশ্বরিয়া রাইয়ের প্রতিদ্বন্দ্বী ভাবা তাকে। সুস্মিতা সেনের সঙ্গেও প্রতিযোগিতা করে নিজেকে প্রমাণ করতে সক্ষম হন তিনি। কিন্তু ২০১২ সালে সবাইকে চমকে দিয়ে তিনি বলিউডের আলো-সৌন্দর্য ত্যাগ করে শান্তি ও ধ্যানের জীবন বেছে নেন। একসময়ের নায়িকা বরখা এখন সন্ন্যাসিনী। বরখা মাদান ভারতের পাঞ্জাব প্রদেশে জন্মগ্রহণ করেন। শৈশব থেকেই তিনি নাচ, শিল্প ও আধ্যাত্মিকতায় আগ্রহী ছিলেন। ১৯৯৪ সালে বরখা ফেমিনা মিস ইন্ডিয়া প্রতিযোগিতায় অংশ নেন। তিনি প্রধান খেতাব না পেলেও ‘মিস ট্যুরিজম ইন্ডিয়া’ খেতাব জিতে ভারতের প্রতিনিধিত্ব করেন আন্তর্জাতিক মিস ট্যুরিজম প্রতিযোগিতায়। সেখানে তিনি তৃতীয় রানার-আপ হন। এই অর্জন তাকে মডেলিং দুনিয়ায় পরিচিতি এনে দেয়। এরপর তিনি বিজ্ঞাপন, রানেরওয়ে শো ও প্রিন্ট ক্যাম্পেইনে কাজ শুরু...