আলোকচিত্রী শহিদুল আলমসহ গাজা অভিমুখী নৌবহর থেকে আটক অধিকারকর্মীদের একটি অংশকে ইসরায়েলের কেৎজিয়েত কারাগারে নেওয়া হয়েছে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন এবং ইসরায়েলে আরব সংখ্যালঘুদের নিয়ে কাজ করা মানবাধিকার সংস্থা ‘আদালাহ’-এর বরাত দিয়ে বুধবার (৮ অক্টোবর) এক বার্তায় এই তথ্য জানিয়েছে আলোকচিত্র সংস্থা দৃক। দৃকের ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম গাজা অভিমুখী নৌবহর ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের যাত্রায় অংশ নিয়েছিলেন। ইসরায়েলের গাজা অবরোধ ভাঙা এবং ফিলিস্তিনে চলমান দমন–নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এই যাত্রা শুরু হয়। ‘ফ্রিডম ফ্লোটিলা’ ও ‘থাউজেন্ড ম্যাডলিনস টু গাজা’ উদ্যোগের অধীনে মোট নয়টি নৌযান এই অভিযানে অংশ নেয়। এতে বিভিন্ন দেশের রাজনীতিক, সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকারকর্মীরা ছিলেন। বুধবার ইসরায়েলি সেনারা ওই নৌবহরে হামলা চালিয়ে জাহাজগুলো দখল করে এবং সব যাত্রী, নাবিক ও কর্মীকে আটক করে নিয়ে যায়। দৃক জানায়, “ফ্রিডম ফ্লোটিলা...