জাতীয় লীগ টি-টোয়েন্টির এলিমিনেটের ম্যাচে ১ বল হাতে রেখে ১ উইকেটের জয়ে ঢাকা বিভাগকে বিদায় করে দিলো রংপুর বিভাগ। রংপুরের জয়ের মূল নায়ক তাদেরই অধিনায়ক আকবর আলি। ১২৪ রান তাড়ায় ৫২ রানে ৬ উইকেট হারিয়ে যখন ধুঁকছিল দল, পাল্টা আক্রমণে ২৭ বলে ৪৪ রানের ইনিংস খেলে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তিনিই। এমনকি শেষ ওভারে যখন প্রয়োজন ৮ রান, রিপন মন্ডলের প্রথম বলে স্কুপ করে চার মেরে সমীকরণ নাগালে আনেন আকবর। রংপুরের জয়ের আরেক নায়ক নাসুম আহমেদ। জাতীয় দলে ব্যস্ততার কারণে এবারের লীগে এটিই ছিল তার প্রথম ম্যাচ। রংপুরের হয়ে খেলতে নেমে ২ উইকেট নেয়ার পর ব্যাট হাতে খেলেন ২৬ রানের ইনিংস। আকবরের সঙ্গে তার ৬২ রানের জুটি রংপুরকে পৌঁছে দেয় জয়ের কিনারায়। রংপুরের এমন জয়ে বিফলে যায় ঢাকার মোসাদ্দেক...