০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৫১ পিএম 'বাংলাদেশের হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনার দায়িত্ব নিয়েছেন জনাব তারেক রহমান। আমরা চাই কোনো একটি ছাত্র-ছাত্রীর অর্থের অভাবে পড়াশোনা বন্ধ না হয়। যদি এরকম কোনো শিক্ষার্থী থাকে, তাদের দায়িত্ব আজ থেকে আমরা নিলাম।' বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কালকিনি উপজেলার এনায়েতনগর উচ্চ বিদ্যালয়ের স্কুল শিক্ষার্থীদের মাঝে পোশাক সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির সহ-গণ শিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন এ কথা বলেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব মুন্সি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম খান, শ্রমিক দলের সাবেক সভাপতি মোশারফ হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন। নিকলীতে জাতীয় যুবশক্তির প্রথম উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত আমানত সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন...