বাংলাদেশের জনগণের অধিকার নিয়ে বিবিসির সঙ্গে কথা বলছেন তারেক রহমান। বিবিসি বাংলার পর্দায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মুখোমুখি সাক্ষাৎকার বড় পর্দায় একসঙ্গে দেখলেন পাঁচ শতাধিক জনগণ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার দারুশা উচ্চ বিদ্যালয়ের মাঠে এর আয়োজন করে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এই কর্মসূচির নেতৃত্ব দেন রাজশাহী জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. রায়হানুল আলম রায়হান। তিনি বলেন, আমাদের নেতা যে ভাষায় বাংলাদেশের গণতন্ত্রের সংকট, নির্বাচনের অনিশ্চয়তা আর জনগণের অধিকার নিয়ে কথা বলেছেন—এটা শুধু বিএনপির নেতাকর্মীদের নয়, সাধারণ মানুষেরও কথা।” তিনি আরও যোগ করেন,“তারেক রহমানের বক্তব্যে আমরা আন্দোলনের নতুন দিকনির্দেশনা পেয়েছি। তিনি রাজনীতিতে সহিংসতা নয়, যুক্তি ও সংগঠনের পথ দেখিয়েছেন। তাঁর প্রতিটি বাক্যের পেছনে আমরা রাষ্ট্র পুনর্গঠনের চিন্তা দেখতে পাই। বিএনপি এখন শুধু ক্ষমতার রাজনীতি করছে...