ইরানের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন ফান্ডামেন্টাল সায়েন্সেসের প্রধান ও বিশিষ্ট দার্শনিক মোহাম্মদ জাওয়াদ লারিজানি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘বৈজ্ঞানিক সন্ত্রাসবাদ’ চালানোর অভিযোগ এনেছেন। তিনি বলেন, এই দুই দেশ শুধু ইরানেই নয়, বরং বিশ্বজুড়েই বিজ্ঞানীদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) তেহরানে অনুষ্ঠিত“Scholars Rise Against Sophicide”শীর্ষক সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। দেশি ও আন্তর্জাতিক খ্যাতিমান গবেষক ও শিক্ষাবিদদের অংশগ্রহণে আয়োজিত এই অনুষ্ঠানটির উদ্দেশ্য ছিল বিজ্ঞানীদের ওপর হামলার বিষয়টি তুলে ধরা এবং গবেষকদের প্রতি বৈশ্বিক হুমকি উন্মোচন করা। লারিজানি তার বক্তব্যের শুরুতে ইরানের ওপর মার্কিন ও ইসরায়েলের ‘১২ দিনের আগ্রাসনমূলক যুদ্ধ’-এর শহিদদের স্মরণ করেন। তিনি বলেন, “এখন তারা (মার্কিন ও ইসরায়েলি শাসকরা) এক ভয়ঙ্কর নতুন কৌশল প্রকাশ্যে ব্যবহার করছে—যদি কোনো বিজ্ঞানী তাদের পছন্দ না হয়, তারা তাকে হত্যার টার্গেটে পরিণত করে।” তিনি...