গাজায় চলমান যুদ্ধের অবসান ঘটাতে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপে স্বাক্ষর করেছে ইসরায়েল। দুই বছরে এই যুদ্ধে ইতোমধ্যে ৬৭ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সরকারি মুখপাত্র শোশ বেদরোসিয়ান বৃহস্পতিবার (৯ অক্টােবর) সাংবাদিকদের জানান, মিশরের শার্ম আল শেখ শহরে তিন দিনের আলোচনার পর সকালে এই চুক্তিতে স্বাক্ষর সম্পন্ন হয়। খবর আল জাজিরার। চুক্তিটি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনার প্রথম ধাপ। এর আওতায় গাজায় বন্দি থাকা অবশিষ্ট ইসরায়েলিদের (প্রায় ২০ জন জীবিত বলে ধারণা) ৭২ ঘণ্টার মধ্যে মুক্তির শর্ত রয়েছে। এর বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দেওয়া হবে। এ ছাড়া ইসরায়েলকে “সম্মত সীমারেখা পর্যন্ত” সেনা প্রত্যাহার করতে হবে বলে জানিয়েছেন ট্রাম্প। ইসরায়েলি মুখপাত্র আরও জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলি মন্ত্রিসভা চুক্তিটি অনুমোদন করলে ২৪ ঘণ্টার মধ্যে যুদ্ধবিরতি কার্যকর...