নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নার্স কোয়ার্টার থেকে মো. শাহিন আলী (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ । বৃহস্পতিবার (৯ অক্টোবর) সন্ধ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শাহিন আলী পার্শবতী লালপুর উপজেলার মহরকয়া বিলমাড়িয়া গ্রামের মৃত সাজদার রহমানের ছেলে। তিনি রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে নার্সিংয়ে পাস করেন। বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই ছিলেন শাহিন। তিনি বোনের সঙ্গে ওই সরকারি কোয়ার্টারেই বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নি করছিলেন। তবে অসুস্থতার কারণে তিন মাস পর তা বন্ধ করতে হয়। বৃহস্পতিবার সকালে তিনি রাজশাহী মেডিকেলে নিজের সার্টিফিকেট আনতে যান, কিন্তু সেটি না পাওয়ায় মনঃক্ষুন্ন হয়ে পড়েন। পরে বাসায়...