বেনাপোল প্রতিনিধি :ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার মি. পাওনকুমার তুলসিদাস বাদে ও সেকেন্ড সেক্রেটারি মি. গৌরব কুমার আগারওয়াল বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করেছেন। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিট পর্যন্ত তাঁরা স্থলবন্দরের কার্যক্রম ঘুরে দেখেন।এ সময় বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামীম হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং নবনির্মিত কার্গো টার্মিনাল পরিদর্শন করেন। সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে বিদ্যমান বাণিজ্যিক সম্পর্ক,...