বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রাক্তন উপাচার্য ও খ্যাতনামা পোলট্রি স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী আন্তর্জাতিকভাবে মর্যাদাপূর্ণ ‘হল অব ফেম অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন। তিনি বাকৃবির ২৫তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছিলেন। গত ৬ অক্টোবর মালয়েশিয়ার সারাওয়াক প্রদেশের বোর্নিও কনভেনশন সেন্টারে শুরু হওয়া ২৩তম ওয়ার্ল্ড ভেটেরিনারি পোলট্রি অ্যাসোসিয়েশন (ডব্লিউভিপিএ) কংগ্রেস ২০২৫-এ তাকে এই সম্মানজনক পুরস্কার প্রদান করা হয়। সম্মেলনটি আগামীকাল শুক্রবার (১০ অক্টোবর) শেষ হবে। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘টেকসই ও স্বাস্থ্যসম্মত পোলট্রি উৎপাদন, একটি সুস্থতর বিশ্বের লক্ষ্যে’।আরো পড়ুন:যবিপ্রবির শিক্ষার্থীর আন্তর্জাতিক স্বর্ণপদক অর্জনএকাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বেরোবির ৪৭০ শিক্ষার্থী একাডেমিক অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেলেন বেরোবির ৪৭০ শিক্ষার্থী বাকৃবির ভেটেরিনারি সায়েন্স অনুষদের প্যাথলজি বিভাগের অধ্যাপক ড. ড. এমদাদুল হক চৌধুরী পোলট্রি স্বাস্থ্যবিজ্ঞান ও এভিয়ান প্যাথলজিতে অসামান্য গবেষণা, শিক্ষা ও আন্তর্জাতিক পর্যায়ে দীর্ঘদিনের অবদান রাখার...