আসন্ন নির্বাচনে ফ্যাসিবাদমুক্ত জবাবদিহিতার রাষ্ট্র গঠনে আগ্রহী সমমনা দলগুল কিংবা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চ বৃহত্তর নির্বাচনী ঐক্য গড়ে তুলবে বলে জানিয়েছেন ছয়দলীয় জোটটির শীর্ষনেতারা। তারা বলেছেন, জনগণের মালিকানা ও জনগণের কাছে জবাবদিহিতার রাষ্ট্র কাঠামো গড়তে যারা সর্বোচ্চ সচেতন হবেন, তাদের সাথেই গণতন্ত্র মঞ্চের ঐক্য হবে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে গণতন্ত্র মঞ্চের নেতারা এ কথা বলেন। জোট সম্প্রসারণের কথাও বলেছেন তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ূম। এ সময় গণতন্ত্র মঞ্চের শীর্ষনেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, ভাসানি জনশক্তি পার্টির চেয়ারম্যান শেখ রফিকুল ইসলাম বাবলু, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সিনিয়র সহ-সভাপতি...