বেশ কিছুদিন ধরেই উয়েফা তাদের চ্যাম্পিয়ন্স লিগের বৈশ্বিক সম্প্রচার বৃদ্ধির জন্য স্বত্ব বিক্রি করার পরিকল্পনা করছে। এবার তাদের স্বত্বের জন্য আবেদন করেছে নেটফ্লিক্স। প্রতিষ্ঠানটি যদি স্বত্ব কিনতে পারে, তাহলে তাদের থেকে বছরে ৫ বিলিয়ন মার্কিন ডলার পাবে উয়েফা। তারা প্রতি রাউন্ডে একটি করে ম্যাচ দেখাবে। উয়েফা ধারণা করছে, এর ফলে বিশ্বজুড়ে ফুটবলভক্তরা ইউরোপিয়ান ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতা চ্যাম্পিয়নস লিগ দেখার নতুন অভিজ্ঞতা পাবে। চ্যাম্পিয়ন্স লিগের বুধবারের ম্যাচগুলোর মধ্যে একটি বেছে নিয়ে সম্প্রচার করতে পারবে। তবে তাদের ওপর কিছু সীমাবদ্ধতা থাকবে যেমন, তারা একই দলকে বারবার দেখাতে পারবে না। ইংলিশ গণমাধ্যমে বলা হয়েছে, এই নতুন উদ্যোগটি এসেছে উয়েফার সর্বশেষ সম্প্রচার মডেল সংস্কারের অংশ হিসেবে। ইউরোপের ফুটবল নিয়ন্ত্রক সংস্থা সম্প্রচার অধিকার পুনর্গঠন করে আরও বেশি...