খুলনার দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের বটবুনিয়া এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধ দুইদিন পার হলেও এখনো মেরামত হয়নি। ফলে প্লাবিত এলাকায় তীব্র খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। তবে ইতোমধ্যেই উপজেলা প্রশাসন শুকনো খাবার ও ত্রাণসামগ্রী বিতরণ করেছে। এদিকে বৃহস্পতিবার (৯ অক্টোবর) ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন খুলনার জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার, চাউল, ডাল, তেল, লবণ, মসলা ইত্যাদি ত্রাণসামগ্রী বিতরণ করেন। এর আগে, মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকী নদীর পানির তোড়ে প্রায় ২০০ ফুট এলাকা জুড়ে বাঁধটি ভেঙে যায়। এতে তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনীবাসিয়া, বটবুনিয়া, নিশানখালী, আড়াখালী, দক্ষিণ কামিনীবাসিয়া, ভাদলা বুনিয়া, মশামারী, গড়খালী ও কাকড়া বুনিয়া এলাকা প্লাবিত হয়। অব্যাহত জোয়ার-ভাটায় এসব এলাকার মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। কেউ আশ্রয় নিয়েছেন খোলা...