শরীয়তপুরের নড়িয়া উপজেলায় এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি নেতার বিরুদ্ধে। অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমের উপজেলা প্রতিনিধি আশিকুর রহমান হৃদয় বুধবার রাতে ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। তাতে তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগরের বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ এনেছেন। ভেদরগঞ্জ থানার ওসি মো. কামরুল হাসান বলেন, “এক সাংবাদিককে হুমকি দেওয়ার বিষয়ে জিডি করা হয়েছে। আমরা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।” সাংবাদিককে হুমকি দেওয়ার একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে বিএনপি নেতাকে সাংবাদিকের উদ্দেশে বলতে শোনা যায়, “আপনি কত বড় সাংবাদিক, আমার চোখের সামনে পইড়েন। নড়িয়াতে আমার হাত দিয়া বিএনপির কোনো মামলা হলে আপনি প্রত্যেকটি মামলার আসামি হবেন নিশ্চিত থাকেন। আপনি আমার বিরুদ্ধে নিউজ করেন?” জিডিতে বলা হয়েছে, নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের নোয়াদ্দ...