জটিল পিঠের চোটে ক্যারিয়ারই ছিল হুমকিতে। বছরের পর বছর কাটাতে হয়েছে মাঠের বাইরে। ব্যাট-বলে ২২ গজে নামা তো বহুদূর, রাতের পর রাত কেটেছে বিছানায় ব্যথায় কাতর হয়ে। তবু দমে যান নি। সেই অভিষেক দাস সাড়ে পাঁচ বছর পর স্বীকৃত ক্রিকেটে ফেরার পর দ্বিতীয় ম্যাচেই অসাধারণ এক ক্যামিও খেলে রোমাঞ্চকর জয় এনে দিলেন দলকে। অভিষেকের সঙ্গে ঝড় তুললেন নাহিদুল ইসলামও। দুজনের দারুণ ব্যাটিংয়ে শঙ্কা উড়িয়ে বৃষ্টিবিঘ্নি ম্যাচ জিতে জাতীয় লিগ টি-টোয়েন্টির ফাইনালে উঠল খুলনা বিভাগ। সিলেটে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে শুক্রবার চট্টগ্রাম বিভাগকে ৪ উইকেটে হারায় খুলনা বিভাগ। ২০ ওভারে চট্টগ্রাম তোলে ১৪৮ রান। খুলনা ইনিংসের তৃতীয় ওভারে নামে বৃষ্টি। পরে লক্ষ্য দাঁড়ায় ৯ ওভারে ৮১। সেই লক্ষ্য তাড়ায় ৫.১ ওভারে ৩০ রানেই ৬ উইকেট হারায় খুলনা। ৩.৫ ওভারে তখন তাদের প্রয়োজন...