লাসলো ক্রাসনাহোরকাইয়ের জন্ম ১৯৫৪ সালে হাঙ্গেরির গিউলা শহরে। পাঁচটি উপন্যাস আর কয়েকটি প্রবন্ধ ও ছোটগল্প সংকলন আছে তাঁর। ২০২৫-এর নোবেল জেতার আগ পর্যন্ত ইংরেজিভাষী মানুষদের কাছে তিনি পরিচিত ছিলেন ২০১৫ সালের ম্যান বুকার আন্তর্জাতিক পুরস্কার এবং তাঁর উপন্যাস অবলম্বনে তৈরি চলচ্চিত্রের জন্য। কয়েক দশক হলো, চিত্র পরিচালক বেলা তার-এর সঙ্গে জুটি বেঁধেছেন, যার ফলে জন্ম নিয়েছে স্মরণীয় কয়েকটি চলচ্চিত্র। প্রথম উপন্যাসসান্টানটাঙ্গোপ্রকাশের পর থেকেই ব্যতিক্রমী ঔপন্যাসিক হিসেবে সমালোচকমহলের দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছিলেন ক্রাসনাহোরকাই। তাঁর লেখা সম্বন্ধে নিউ ইয়র্ক রিভিউ অব বুকস-এ অ্যাডাম থার্লওয়েল লিখেছিলেন, ‘ক্রাসনাহোরকাইয়ের লেখার রোমাঞ্চ জাগানো দিক হলো, নিজস্ব এক মৌলিক রূপ নিয়ে আবির্ভুত হয়েছেন তিনি। সমাসাময়িক সাহিত্যে তাঁর লেখার মতো আর কিছু নেই।’ নিউ ইয়র্কার পত্রিকায় লিখতে গিয়ে টমাস উড ক্রাসনাহোরকাইকে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর সেরা লেখকদের সারিতে টমাস বার্নহার্ড,...