আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে সেই পরিচিত ব্যাটিং ধসে আরও একবার বাংলাদেশ পরাজয় বরণ করতে বাধ্য হয়। আবুধাবীতে অনুষ্ঠিত ম্যাচে মাত্র ৬৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে ৪৮.৫ ওভারে ২২১ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জবাবে ৪৭.১ ওভারে ৫ উইকেটের বিনিময়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় আফগানিস্তান। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ম্যাচ একই মাঠে হবে আগামীকাল। রশিদ খানের দলের বিপক্ষে টি-২০ সিরিজে বাংলাদেশ ৩-০’তে জয়ী হওয়ার পর ওয়ানডেতেও জয় দিয়ে সিরিজ শুরুর প্রত্যাশা করেছিল। গতকাল বুধবার রাতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘প্রথম ১৫ ওভারে আমরা বেশ কিছু উইকেট হারিয়েছি। এই উইকেটে ব্যাটিং করাটা কঠিন। আরও অন্তত ৪০ রান করা জরুরি ছিল। আমি বলতে চাইছি ২৬০’র বেশি রান করতে পারলে সেটা অবশ্যই ভাল হতো। কারণ আমাদের বোলিং বিভাগ...