‘নিজের কাছ থেকে আমার নির্দিষ্ট কিছু প্রত্যাশা থাকে, সেটাও মানসিকভাবে চাপ বাড়ায়।’ ক্যারিবিয়ানদের বিপক্ষে ভারত দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে, প্রথম টেস্টে তারা তিন দিনের মধ্যেই ইনিংস ও ১৪০ রানে ওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে দেয়। তিন দিনের খেলা শেষ হতেই গিলকে রোহিত শর্মার উত্তরসূরি হিসেবে ভারতের নতুন ওয়ানডে অধিনায়ক ঘোষণা করে বিসিসিআই। ফলে ২৬ বছর বয়সী ব্যাটার গিলের দায়িত্ব আরও বেড়ে যায়। এই প্রসঙ্গ আসতেই গিল বলেন, ‘আমার মনে হয়, ভারতের হয়ে সব ফরম্যাটে খেলার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এটাই, আমি দেশের হয়ে সব ফরম্যাটে খেলতে চাই, সফল হতে চাই, আর আইসিসি ট্রফিগুলো জিততে চাই।’ ২০২০ সালের ডিসেম্বরে টেস্টে অভিষেক হওয়া গিল চলতি বছরের মে মাসে রোহিতের জায়গায় ভারতের টেস্ট অধিনায়ক হন। গত মাসে এশিয়া কাপ জয়ী টি-টোয়েন্টি দলের...