০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৩ পিএম নিজেই ক্যান্সারে আক্রান্ত, তবুও থেমে নেই তার যুদ্ধ। অসুস্থ শরীর নিয়েই অন্যদের ক্যান্সার থেকে বাঁচাতে কাজ করে যাচ্ছেন ড. সৈয়দ হুমায়ুন কবির। নিজের কষ্টার্জিত আয়ের টাকায় তিনি চালিয়ে যাচ্ছেন মানবতার এই সংগ্রাম। কখনও অসহায় রোগীর ওষুধ কিনে দিচ্ছেন, কখনও আবার ক্যান্সার আক্রান্ত পরিবারের পাশে দাঁড়াচ্ছেন এক নিঃস্বার্থ বন্ধুর মতো। শারীরিক অসুস্থতাকে ভুলে তিনি যেন অন্যদের জীবনে আলো জ্বালানোর কাজে নিবেদিত করেছেন নিজেকে। ২০১৫ সালে সৈয়দ হুমায়ুন কবিররের শরীরে ধরা পড়ে ‘লো-গ্রেড বি-সেল নন-হজকিন লিমফোমা’, এক ধরনের জটিল ও দীর্ঘমেয়াদি ক্যান্সার। ক্যান্সারের চিকিৎসা নিতে গিয়ে তিনি কাছ থেকে দেখেন- ক্যান্সারের খরচ অনেক, অথচ বেশিরভাগ রোগীর পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। চিকিৎসার খরচ এতটাই বেশি যে অনেকে মাঝপথে থেমে যান,...