ইসরাইলি সরকার আজ বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদন করলে, আইডিএফ (ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী) গাজা থেকে সৈন্য প্রত্যাহার শুরু করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। প্রত্যাহারের প্রথম ২৪ ঘণ্টার মধ্যে আইডিএফ প্রত্যাশা করছে যে তারা সম্মতিপূর্ণ মোতায়েন সীমান্তে ফিরে যাবে, যার ফলে সামরিক বাহিনী গাজার অর্ধেকের বেশি এলাকা, অর্থাৎ ৫৩ শতাংশ নিয়ন্ত্রণে রাখবে। এর বেশিরভাগ অঞ্চল নগরাঞ্চলের বাইরে থাকবে। প্রত্যাহারের পরে, আইডিএফ পুরো গাজা সীমান্ত বরাবর একটি বাফার জোনে অবস্থান করবে, যার মধ্যে থাকবে ফিলাডেলফি করিডোর (মিশর-গাজা সীমান্ত এলাকা), উত্তর গাজার বেইত হানুন ও বেইত লাহিয়া, গাজা শহরের পূর্ব পার্শ্বের একটি রিজ, এবং দক্ষিণ গাজার রাফাহ ও খান ইউনিসের বড় অংশ। আইডিএফ প্রত্যাহারের ৭২ ঘণ্টার মধ্যে, হামাস তাদের আটকের মধ্যে থাকা ৪৮ বন্দিকে মুক্তি দেবে, প্রথমে ২০ জন বেঁচে থাকা বন্দিকে। পূর্বে...