রাজশাহী নগরীর যানজট নিরসনে দূরপাল্লার বাসগুলোকে নওদাপাড়া নতুন বাস টার্মিনালে স্থানান্তরের উদ্যোগে নেওয়া হয়েছে। সেই লক্ষ্যে বৃহস্পতিবার রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান নগরীর নওদাপাড়া বাস টার্মিনাল পরিদর্শন করেন। এ সময় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) এসএম তুহিনুর আলম ও প্রকল্প পরিচালক আরডিএর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল্লাহেল তারিক, আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নাজমুল হাসান, উপ-কমিশনার নুর আলম সিদ্দিকী, রাজশাহী সড়ক পরিবহণ গ্রুপের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হেলাল ও রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি নওদাপাড়া বাস টার্মিনালের অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় আরএমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান সাংবাদিকদের বলেন, রাজশাহীতে প্রতিদিন শত শত দূরপাল্লার বাস শহরে প্রবেশ করে। এতে নগরীর প্রধান সড়কগুলোতে যানজট তৈরি হয়, যাত্রী ও সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন। গত এক বছর ধরে আমরা চেষ্টা করছি...