বর্তমান সমাজে নারীর অধিকারÑ আহা, কী চমৎকার এক শব্দবন্ধ! মঞ্চে বক্তৃতার ঝঙ্কার তুলতে এই শব্দই যথেষ্ট, নারী দিবসের আনুষ্ঠানিকতায় উচ্চারণ করলে হাততালি মেলে, টেলিভিশনের টকশোতে আওড়ালে বিজ্ঞাপনের বিরতিতে স্পন্সরের আশীর্বাদও পাওয়া যায়। দিন-তারিখ গুনে দিবস আয়োজন হয়, টকশো সাজানো হয়, বক্তারা কণ্ঠ উঁচু করে বলেন ‘নারী-পুরুষ সমান অধিকার!’ কেউ বলেনÑ ‘নারীর পোশাকের স্বাধীনতা থাকতে হবে।’ আবার আরেকজন যোগ করেন- ‘নারীর মত প্রকাশের পূর্ণ স্বাধীনতা আছে।’ এভাবে এমন এক অদৃশ্য মঞ্চ তৈরি হয়, যেখানে মনে হয় নারীর জীবনে এর চেয়ে মহিমান্বিত কিছু নেই। আমাদের সমাজে নারীর অধিকার নিয়ে এমন এক কৃত্রিম উৎসব চলে, যেন পৃথিবীটা আজ নারীর জন্য একেবারেই স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। জীবনের মঞ্চে যখন নারী প্রবেশ করে, তখনই শুরু হয় আসল নাটক। সেখানে অধিকারগুলো কেবল শব্দের মালা...