বৃহস্পতিবার সবুজবাগ থানা পুলিশ তিশা আক্তার ও ঈশা আক্তারকে গ্রেপ্তার করে। পরবর্তীতে মঙ্গলবার ধানমন্ডি থানা পুলিশ জেসমিনকে গ্রেপ্তার করে বলে জানিয়েছেন ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান। তিনি জানান, গ্রেপ্তারকৃত তিশা ও ঈশা গত ৬ সেপ্টেম্বর ধানমন্ডি ৬ নম্বর রোডের একটি ফ্ল্যাটে বাসা ভাড়া নেওয়ার কথা বলে প্রবেশ করে এবং কৌশলে ওই বাসা হতে তিনটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে ধানমন্ডি মডেল থানায় একটি মামলা রুজু হয়। ধানমন্ডি থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা গত ১৯ সেপ্টেম্বর ধানমন্ডি ৫ নম্বর রোডের অপর একটি বাসা হতে একই কায়দায় আরও একটি দামি মোবাইল ফোন চুরি করে নিয়ে যায়। এই বিষয়েও ধানমন্ডি মডেল থানায় আরও একটি মামলা রুজু হয়। জানা গেছে, তিশা আক্তার ও ঈশা আক্তার ২৫ সেপ্টেম্বর সবুজবাগ থানা...