‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীর প্রতিনিধিত্বমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংরক্ষিত আসনে নারীদের সরাসরিই প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ করে দিতে রাজনৈতিক দলগুলোকে উদারতার পরিচয় দিতে হবে। এখনও রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণে নারীদের উপেক্ষার বিষয়টি দেশের জন্য অশনিসংকেত। জাতীয় ঐকমত্য কমিশনের সভায় নারীকে অপাংক্তেয় করার বিষয়টি হতাশাজনক।’ বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে নারীর রাজনৈতিক অধিকার ফোরাম আয়োজিত এক সম্মেলনে এসব কথা বলেন বক্তারা। এতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নারী প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। নারীপক্ষের সভাপতি গীতা দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন মোর্শেদ, মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক নিলুফার চৌধুরী মনি, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বাংলাদেশ...