যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় ধরনের ধস নেমে আসতে পারে বলে সতর্ক করেছেন জেপি মরগ্যান ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমি ডাইমন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আগামী ছয় মাস থেকে দুই বছরের মধ্যে বাজারে গুরুতর কিছু ঘটতে পারে। ডাইমন বলেন, আমি অন্যদের চেয়ে অনেক বেশি উদ্বিগ্ন। বাজার এখন যে অবস্থায় আছে, তাতে ঝুঁকি অনেক বেশি। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অনিশ্চয়তা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হওয়ার কথা। জেমি ডাইমন মনে করেন, ভূরাজনৈতিক অস্থিরতা, বিপুল সরকারি ব্যয় এবং বিশ্বের পুনরায় সামরিকায়নের মতো ঝুঁকি শেয়ারবাজারে অনিশ্চয়তা বাড়াচ্ছে। তিনি বলেন, এই সবকিছু এমন এক জটিল পরিবেশ তৈরি করছে যেটির জবাব আমাদের কাছে স্পষ্ট নয়। সাম্প্রতিক বছরগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিপুল বিনিয়োগের কারণে শেয়ারবাজারে দ্রুত উত্থান দেখা গেছে। তবে ব্যাংক অব ইংল্যান্ড...