শক্তি-সামর্থে বাংলাদেশের চেয়ে বেশ খানিকটা এগিয়ে হংকং। প্রথমার্ধের প্রায় পুরো সময়টা হামজা চৌধুরী-তারিক কাজীরা প্রমাণ করলেন পরিসংখ্যানই সব নয়। আক্রমণাত্মক ফুটবলে চেপে ধরল সফরকারীদের। শুরুতেই গোলও পেল। কিন্তু শেষ মুহূর্তের গোল হজমের সেই পুরোনো রোগ সারাতে পারল না বাংলাদেশ। ম্যাচের অন্তিম মুহূর্তে গোল হজম করে বসল আবারও। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের বিপক্ষে ১-১ গোলের সমতা নিয়ে প্রথমার্ধের বিরতিতে গেছে বাংলাদেশ। ম্যাচের শুরু থেকেই রক্ষণ সামলে আক্রমণের চেষ্টা করছিল বাংলাদেশ। সেই চেষ্টার ফলাফল আসে ১৩ মিনিটেই। বাংলাদেশকে এগিয়ে নেন হামজা। বক্সের বাইরে সেটপিস পেয়েছিল বাংলাদেশ। সেই সেটপিস থেকে দৃষ্টি নন্দন গোল করলেন চৌধুরী সাহেব। বক্সের বামপ্রান্ত থেকে বাঁকানো শটে কাপিয়ে দেন হংকংয়ের জাল। গোলরক্ষক বলের লাইনে গেলেও সেটি আটকাতে পুরোপুরি পরাস্ত হন। হামজার এই...