পেশাসূত্রেই রাজপথের রাজনীতিরও রাজদর্শক তিনি। ক্যামেরার চোখে চোখ রেখে তিনি বাংলাদেশের ধারাবাহিক রাজনীতিনাট্য দেখেছেন; সে সূত্রে তিনি দশকের পর দশক ধরে চলা দৃশ্যের পর দৃশ্যের অদৃশ্য দ্রষ্টা, আমাদের দীর্ঘ আত্মঘাতী বিধ্বংসী বিভেদ-বিচ্ছেদ ভাঙ্গনপ্রক্রিয়ার অত্যন্ত মনোযোগী বোদ্ধা দর্শকও তিনি।কখনো কখনো সেসবই তার ছবিতে ধরা পড়েছে। সেসব হয়তো পৃথিবীবাসী দেখেছে। কিন্তু তার অব্যক্ত ক্ষুব্ধ হৃদয়, মর্মাহত মনের কথা, সেসবের শব্দছবি কেউ দেখতে পায়নি। তিনি যে এতকাল ধরে দেখে দেখে আহত হয়েছেন, ক্লান্ত হয়েছেন এবং কোথাও ‘পীড়া’ বোধ করেছেন, সেই যাত্রা, সেই আর্তনাদ, সেই চেতনার যাতনা, তাকে লেখার দিকে নিয়ে গেছে। তাকে রাজপথের রাজগল্পের দেখক থেকে কবি করে তুলেছে। ফটোসাংবাদিক হিসেবে আবু তাহের খোকনের নাম বাংলাদেশের সাংবাদিকতার ইতিহাসে এক উজ্জ্বল নাম। রাজপথের উত্তাল রাজনীতি থেকে শুরু করে মানুষের হাসি-কান্না, প্রকৃতির সৌন্দর্য আর জীবনের...