অনেক আগে আমাদের অরল্যান্ড ফিল্ম ক্লাবে লাস্লো ক্রাসনাহরকাইয়ের “Satantango” ছবিটি দেখেছিলাম। তখন তার সাহিত্যকর্ম নিয়ে আলাপ হয়েছিল। সে সময় সে বইটি নিয়ে আগ্রহ হয়েছিল। তা সংগ্রহ করে পড়েছিলাম। বোদ্ধা লেখক।তবে সহজপাঠ্য নয়।সেটা হয়তো আমার সীমাবদ্ধতা। তিনি বুকার পুরস্কারসহ আমেরিকার সেরা সাহিত্য পুরস্কার পেয়েছিলেন। এবার পেয়েছেন নোবেল। সাহিত্য জগতে লাস্লো ক্রাসনাহরকাই এমন এক নাম, যিনি তাঁর স্বকীয় ভঙ্গি আর অদ্ভুত দীর্ঘ বাক্যে সাজানো বর্ণনায় পাঠককে টেনে নিয়ে যান এক অস্থির, দুঃখময় জগতে। তাঁর সবচেয়ে আলোচিত উপন্যাস “Satantango” প্রকাশিত হয় ১৯৮৫ সালে, আর তা-ই তাঁকে বিশ্বসাহিত্যে এক ভিন্ন উচ্চতায় পৌঁছে দেয়। তার স্বকিয়তা নিয়ে কোনো প্রশ্ন নেই। Satantango এর সাথে আমাদের পারিপার্শ্বিক অবস্থার অনেকটা মিল আছে। এই উপন্যাসের পটভূমি এক নির্জন হাঙ্গেরীয় গ্রাম। সমাজতান্ত্রিক শাসন ভেঙে পড়েছে, গ্রামজীবন যেন কাদা, বৃষ্টি আর...