আর্থিকভাবে দুর্দশায় থাকা শরিয়াভিত্তিক পাঁচ বেসরকারি ব্যাংক একীভূত করে একটি ব্যাংক করার প্রস্তাবে সম্মতি দিয়েছে অন্তর্বর্তী সরকার। এই মার্জার প্রক্রিয়ায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংকের সব সম্পদ ও দায়সহ একীভূত হবে। এর মধ্য দিয়ে নতুন যে ব্যাংক গঠিত হবে, তার দুটি নাম প্রস্তাব করা হয়েছে। একটি ইউনাইটেড ইসলামিক ব্যাংক, অন্যটি সম্মিলিত ইসলামিক ব্যাংক। প্রাথমিকভাবে প্রস্তাবিত ব্যাংকের অনুমোদিত মূলধন হবে ৪০ হাজার কোটি টাকা, আর পরিশোধিত মূলধন থাকবে আনুমানিক ৩৫ হাজার কোটি টাকা। বৃহস্পতিবার তেজগাঁওয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকের পর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে এ সিদ্ধান্ত জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, ব্যাংকগুলো একীভূত করার ফলে কেউ চাকরি হারাবেন না; কোনো আমানতকারীও তার আমানত হারাবেন না। প্রাথমিক...