ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপের বিষয় তুলে ধরে নিজের ফেসবুকে এ-সংক্রান্ত পোস্ট দিয়েছেন ইসলামি স্কলার মিজানুর রহমান আজহারি।বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত ৯টা ৮ মিনিটে দেওয়া ওই পোস্টে আজহারি লিখেছেন, ‘এই বিরতি বয়ে আনুক শান্তির সুবাতাস। আর কোনো কান্না নয়, স্থায়ী স্বস্তি ফিরে আসুক গাজার বুকে।’পোস্টের কমেন্টে তিনি লিখেছেন, ‘এই যুদ্ধ বিরতিকে কল্যাণ ও নিরাপত্তাময় করো হে দয়াময়! এই বিরতি যেন নিয়ে আসে শান্তির সুবাতাস। আর কোনো কান্না নয়, স্থায়ী স্বস্তি ফিরে আসুক গাজার বুকে। নিশ্চই কষ্টের সাথেই স্বস্তি আছে। [সূরা আল-ইনশিরাহ : ৬]’টাইফয়েড টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া কেমন হতে পারে, জানালেন ডা. সায়েদুরএদিকে ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধের লক্ষ্যে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান সংলাপকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।এতে বলা হয়,...