০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম | আপডেট: ০৯ অক্টোবর ২০২৫, ০৯:৪৪ পিএম ধর্ম অবমাননার মামলায় গ্রেপ্তার আসামির হাতে আদালতে নেওয়ার সময় ফিলিস্তিনের পতাকা—ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তীব্র সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনার পর দায়িত্বে গাফিলতির অভিযোগে কোতোয়ালি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, “অভ্যন্তরীণ কারণ এবং দায়িত্বে গাফিলতির অভিযোগে কোতোয়ালি মডেল থানার পাঁচ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।” প্রত্যাহারকৃতদের মধ্যে রয়েছেন উপপরিদর্শক (এসআই) মো. আল আমিন এবং চারজন কনস্টেবল। তবে কনস্টেবলদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদালত পরিদর্শক পীরজাদা শেখ মোস্তাছিনুর রহমান জানান, গত ৭ অক্টোবর শুনানির জন্য আসামি শামীম আশরাফকে...