এ যেন এক রূপকথা! বাংলাদেশের যুব বিশ্বকাপজয়ী ক্রিকেটার অভিষেক দাসকে হয়ত ভুলে গেছেন অনেকেই। তবে যারা নিয়মিত ক্রিকেটের খোঁজ-খবর রাখেন, তারা হয়ত ঠিকই মনে রেখেছেন ফাইনালে ভারতের বুকে কাপন ধরিয়ে দেওয়া সেই অভিষেককে। এবার অভিষেকও জানিয়ে দিলেন হারিয়ে যাননি তিনি। এখনও দেশের ক্রিকেটে অবদান রাখতে সক্ষম এই ক্রিকেটার। যুব বিশ্বকাপের পরেই হারিয়ে গিয়েছিলেন অভিষেক। মূলত ইনজুরির কারণে দীর্ঘদিন মাঠের বাইরে ছিলেন তিনি। তবে এখন পুরোপুরি ফিট আছেন তিনি। চলমান এনসিএল টি-টোয়েন্টি দিয়ে পুনরায় মাঠে ফিরেছেন এই পেসার। মাঠে ফিরে নিজের দ্বিতীয় ম্যাচেই এই রূপকথার গল্প লিখলেন তিনি। ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলে নিজ দল খুলনাকে ফাইনালে তুললেন এই ক্রিকেটার। এই অসাধ্য সাধনে তার সঙ্গী ছিলেন নাহিদুল ইসলাম। আজ বৃহস্পতিবার (৯ অক্টোবর) এনসিএল টি-টোয়েন্টিতে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে চট্টগ্রামের মুখোমুখি হয়...