অস্ত্রোপচার নয়, নয় জিন পরিবর্তন কিংবা কৃত্রিম ইমপ্লান্ট — এবারচোখে সোনার ন্যানোকণিকা (Gold Nanoparticles) ইনজেকশনদিয়েই হারানো দৃষ্টিশক্তি ফেরানো সম্ভব হতে পারে! সাম্প্রতিক এক গবেষণায় এমন চমকপ্রদ সম্ভাবনার ইঙ্গিত মিলেছে, যা ভবিষ্যতে অন্ধত্ব নিরাময়ের ইতিহাসই বদলে দিতে পারে। গবেষণাটি জানায়, এই সোনার ক্ষুদ্রাতিক্ষুদ্র কণাগুলোচোখের রেটিনায় ক্ষতিগ্রস্ত কোষের পরিবর্তে কৃত্রিম ফটো-রিসেপ্টর হিসেবে কাজ করে। গোল্ড ন্যানোপার্টিকল চোখের বেঁচে থাকা রেটিনা কোষের সঙ্গে যুক্ত হয়। আলো পড়লে এই কণিকাগুলো ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত তৈরি করে, যা নষ্ট ফটো-রিসেপ্টরকে বাইপাস করে মস্তিষ্কে পাঠায়। এর ফলে দৃষ্টিশক্তি আংশিক বা পুরোপুরি পুনরুদ্ধার সম্ভব হতে পারে। বর্তমানে ম্যাকুলার ডিজেনারেশন বা রেটিনাইটিস পিগমেন্টোসার মতো রোগের চিকিৎসায় শুধুমাত্র রোগের অগ্রগতি ধীর করা যায়, দৃষ্টি পুরোপুরি ফিরিয়ে আনা যায় না। এই নতুন পদ্ধতিতে অস্ত্রোপচার ছাড়াই, দীর্ঘস্থায়ী ও কম খরচে দৃষ্টিশক্তি পুনরুদ্ধারের...