বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই)-এর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির (ইসি) দায়িত্ব হস্তান্তর ও গ্রহণ অনুষ্ঠান ৯ অক্টোবর ২০২৫ (বৃহস্পতিবার) ঢাকার গুলশানে বিসিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিসিসিআই-এর প্রশাসক ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব মোসাম্মাত নারগিস মুরশিদা। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির অধিকাংশ সদস্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে মোসাম্মাত নারগিস মুরশিদা আনুষ্ঠানিকভাবে নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ খোরশেদ আলমের নিকট চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন। তিনি নতুন সভাপতির অবদান স্মরণ করে বলেন, কঠিন সময়ে তিনি চেম্বারের পাশে থেকেছেন, যার ফলস্বরূপ নির্বাচনে সভাপতি পদে এবং ২৪ জন কার্যনির্বাহী সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন।নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে চেম্বারের সম্মানিত সদস্যদের বিশ্বাসের প্রতীক হিসেবে এবং বিসিসিসিআই-এর রক্ষক হিসেবে অঙ্গীকারবদ্ধ হয় ২০২৫–২০২৭ মেয়াদের জন্য। অনুষ্ঠানে সকল সম্মানিত সদস্যদের সুস্বাস্থ্য ও মঙ্গল...