কেন এত মৃত্যু?প্রথমত, ইউএই-তে প্রবাসীদের কাজ করার পরিবেশ অত্যন্ত কঠিন ও শ্রমঘন। অনেকেই প্রতিদিন ১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত কাজ করেন। যার ফলে তাদের শরীর পর্যাপ্ত বিশ্রাম পায় না। দীর্ঘসময় তীব্র গরমে বাইরে কাজ করা, সঠিক খাদ্যাভ্যাসের অভাব, পর্যাপ্ত পানি না পান করা এবং ঘুমের অনিয়ম- সবমিলিয়ে হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি বহুগুণ বেড়ে যায়।দ্বিতীয়ত, মানসিক চাপ। যারা বৈধ ভিসায় এসেছেন তাদের অনেকেরই কাজ মেলে না। আবার যারা অবৈধ হয়ে পড়েছেন তাদের কাজের সুযোগ একেবারে সীমিত। আয় না থাকায় তাদের অনেককে পরিবার থেকেই টাকা আনতে হয়, যা তাদের মানসিকভাবে ভেঙে ফেলে। এর সঙ্গে যুক্ত হয় পরিবারের চাহিদা, কিস্তির টাকা, সন্তানদের ভবিষ্যতের চিন্তাসহ নানা অব্যক্ত চাপ। এই চাপই ধীরে ধীরে শরীরকে করে তোলে অসুস্থ, আর শেষমেশ একটি হৃদরোগে থেমে যায় জীবন। স্বাস্থ্যসেবা...