ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব সালমান ওমর রুবেল বলেছেন,বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ ও জনগণের কল্যাণে কাজ করেন। আমাদের নেত্রী অসুস্থ আছেন তাঁর জন্য সকলে দোয়া করবেন। তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, তাঁর জন্যও দোয়া করবেন। ফেব্রুয়ারির নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে, এ নিয়ে কোনো ধরনের শঙ্কা বা অনিশ্চয়তা নেই। আর সে লক্ষ্যে আপনাদের সহযোগিতা অত্যন্ত জরুরি। বৃহস্পতিবার ( ৯অক্টোবর ) বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কৈচাপুর ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের আবু তাহের এর পরিবারকে নির্মাণকৃত ঘর প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে স্থানীয় সাবেক মেম্বার আব্দুল আউয়ালের সভাপতিত্বে উপস্থিত ছিলেন...