মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকবার দাবি করেছেন, তিনি একাধিক যুদ্ধ বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। গত ১৮ আগস্ট ইউক্রেনীয় ও ইউরোপীয় নেতাদের সঙ্গে এক শীর্ষ সম্মেলনের সময় তিনি বলেছিলেন, ‘আমি ছয়টি যুদ্ধ করেছি, আমি ছয়টি যুদ্ধ শেষ করেছি’, যা তিনি পরে সাতটি যুদ্ধে সংশোধিত করেন। বিশেষজ্ঞরা অবশ্য এই দাবিকে ‘স্বল্পমেয়াদে যুদ্ধ বন্ধ করা ও সংঘাতের মূল কারণগুলো সমাধান করার মধ্যে বিশাল পার্থক্য’ হিসেবে দেখেন। তারা মনে করেন, ট্রাম্পের হস্তক্ষেপ প্রায়শই সংঘাত সমাধানের পরিবর্তে ‘সংঘাত ব্যবস্থাপনা’ হিসাবে বিবেচিত হয়। এই বছরের নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়নের শেষ তারিখ ছিল ৩১ জানুয়ারি। ওভাল অফিসে তাঁর দুই মেয়াদে তাঁকে ১০ বারেরও বেশি নোবেল পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেতসহ যুক্তরাষ্ট্র, সুইডেন ও নরওয়ের আইন প্রণেতারা...