বলিউড বাদশা শাহরুখ খানের ক্যারিয়ারে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ একটি সেরা সিনেমা। এটিকে সবাই ‘ডিডিএলজে’ও (DDLJ) বলে থাকেন। এ সিনেমার ‘তুঝে দেখা তো ইয়ে জানা সনম’ গানটি এখনও সবার মুখে মুখে। গানটির সুরে মুগ্ধ হয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মারও। যশরাজ ফিল্মসের স্টুডিওর এ গান শুনে যে স্টার্মার রীতিমতো শাহরুখ জাদুতে আচ্ছন্ন হয়ে রয়েছেন, সেকথা তিনি নিজেই স্বীকার করেছেন। প্রথমবার ভারত সফরে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার। বুধবার (৮ অক্টোবর) সকালের বিমানে মুম্বাইয়ে এসেছেন তিনি। আর বলিউডে পা রেখেই কড়া পুলিশি নিরাপত্তার মাঝে ছুটে গিয়েছেন যশরাজ ফিল্মসের স্টুডিওতে। তাকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সদ্য জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী তথা যশরাজের বর্তমান কর্ণধার আদিত্য চোপড়াপত্নী রানি মুখোপাধ্যায়। স্টারমারকে সারপ্রাইজ দেওয়ার জন্য বিশেষ আয়োজনও করা হয়েছিল রানি-আদিত্যর প্রযোজনা সংস্থার পক্ষ থেকে। জানা গেল, নব্বই...